
বিজ্ঞপ্তি : খুলনা-২ আসনে সেখ সালাহউদ্দিন জুয়েল এবং বাগেরহাট-৩ আসনে হাবিবুন নাহার পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাদের ফুলেল শুভেচ্ছা জানান মহানগর শ্রমিক লীগের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা বি এম জাফর, মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব মিয়া, সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ, মল্লিক নওশের আলী, দুলাল মল্লিক, মোঃ সেলিম, কাজী আঃ ওহাব, আঃ রহিম খান, মোঃ শাহ আলম শেখ, শেখ আনিসুর রহমান, শেখ মঈনুল ইসলাম মোহন, শেখ মোঃ রমজান, মোঃ কামাল হোসেন, মোঃ নূর ইসলাম, সঞ্জয় কর্মকার, শেখ আরিফুর রহমান অনিক, লাভলু পাটোয়ারী, মোঃ মেহরাব হোসেন অপু, মোঃ ইমরান হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।
এছাড়াও খুলনা-১ আসনের ননী গোপাল মন্ডল, খুলনা-৩ আসনের এস এম কামাল হোসেন, খুলনা-৪ আসনের আব্দুস সালাম মূর্শেদী, খুলনা-৫ আসনের নারায়ণ চন্দ্র চন্দ এবং খুলনা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান মোড়লকে মহানগর শ্রমিক লীগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
অপর এক বিবৃতিতে, আগামীকাল ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিকাল ৫টায় দলীয় কার্যালয়ে মহানগর শ্রমিক লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত আলোচনা সভায় মহানগর শ্রমিক লীগের সকল পর্যায়ের নেতা-কর্মীদের উপস্থিত হওয়ার আহবান জানিয়েছেন মহানগর শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব মিয়া ও সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ।

