
বিজ্ঞপ্তি : মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান শহিদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক। সভা পরিচালনা করেন ক্লাবের নির্বাহী সদস্য কৌশিক দে।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূর, ক্লাব সদস্য মো. রাশিদুল ইসলাম, মোস্তফা জামাল পপলু, মো. হেদায়েৎ হোসেন মোল্লা, আব্দুর রাজ্জাক রানা, মুহাম্মদ নুরুজ্জামান, ইয়াসিন আরাফাত রুমি ও মো. রকিবুল ইসলাম মতি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মো. জাহিদুল ইসলাম, খলিলুর রহমান সুমন, সোহেল মাহমুদ, আল মাহমুদ প্রিন্স, মো. এজাজ আলী, রিংটন মন্ডল, এম এ জলিল, শেখ জাহিদুল ইসলাম, ক্লাবের অস্থায়ী সদস্য শেখ ফেরদৌস রহমান, মিলন হোসেন, মোঃ মেহেদী মাসুদ খানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এর আগে, ১৬ ডিসেম্বর সকালে খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান শহিদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময়ে উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, মো. মিজানুর রহমান মিলটন, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূর, ক্লাব সদস্য ক্লাব সদস্য মো. রাশিদুল ইসলাম, মোস্তফা জামাল পপলু, শেখ শামসুদ্দীন দোহা, মো. হেদায়েৎ হোসেন মোল্লা, বাপ্পী খান, প্রবীর কুমার বিশ^াস, মো. আমিরুল ইসলাম, অভিজিৎ পাল, ক্লাবের অস্থায়ী সদস্য মহেন্দ্রনাথ সেন, হাসানুর রহমান তানজির প্রমুখ।

