তথ্য বিবরণী : খুলনা জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
১৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার ক-বিভাগ: প্লে থেকে তৃতীয় শ্রেণি, বিষয়: শহিদ মিনার, মাধ্যম উন্মুক্ত। খ-বিভাগ: চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণি, বিষয়: রাষ্ট্রভাষা বাংলা চাই (ভাষা আন্দোলন), মাধ্যম: জল রং/প্যাস্টেল রং। গ-বিভাগ: ৭ম থেকে ১০ম শ্রেণি, বিষয়: ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, মাধ্যম: জল রং/প্যাস্টেল রং। ঘ-বিভাগ: প্রথম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিষয় ও মাধ্যম: উন্মুক্ত।
একই দিন ছড়াপাঠ প্রতিযোগিতা ১১টায় ক-বিভাগ: প্লে থেকে দ্বিতীয় এবং খ-বিভাগ: তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত যে কোন ছড়া পাঠ করা যাবে।
উল্লেখ্য, চিত্রাংকন প্রতিযোগিতার কাগজ বাংলাদেশ শিশু একাডেমি সরবরাহ করবে এবং অন্যান্য সরঞ্জামাদি প্রতিযোগীদের সাথে আনতে হবে।
২১ ফেব্রুয়ারি সূর্যোদয়ের সাথে সাথে প্রভাতফেরী ও শহিদ হাদিস পার্কে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে। বেলা দুইটায় খুলনার মুজগুন্নী শিশু বিকাশ কেন্দ্রে সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
২১ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় খুলনা শহিদ হাদিস পার্কে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।