বিজ্ঞপ্তি : জাতীয়তাবাদী মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বিকাল ৪টায় মহানগর মহিলা দলের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। মহানগর মহিলা দলের সভাপতি আজিজা খানম এলিজার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সৈয়দা নার্গিস আলী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স ম আব্দুর রহমান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, কে এম হুমায়ুন কবীর, মোল্লা ফরিদ আহমেদ, সাজ্জাদ আহসান পরাগ, শেখ ইমাম হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, সাঈদ হাসান লাভলু, মিজানুর রহমান মিলটন, আনজিরা খাতুন, নিঘাত সীমা, সালমা বেগম, চমন আরা, শাহনাজ সরোয়ার, কাওছারী জাহান মঞ্জু, পাপিয়া রহমান পারুল, মরিয়াম খাতুন মুন্নি, আরিফা চুমকি, সুলতানা রহমান, মদিনা আক্তার, রুমা আক্তার, কাকলী খান, ফরিদা বেগম, ময়না বেগম, লুবনা ইয়াসমিন বিউটি, সানু আক্তার, এড. কামরুন নাহার হেনা, এড. জাহানারা পারভীন, রেশমী সুলতানা, সাবিনা ইয়াসমিন, কাজলী আক্তার, জাকিয়া সুলতানা, আসমা সুলতানা হিরা, নাসিমা আক্তার, রোজা খানম পুতুল, পারভীন বেগম, মলি চৌধুরী, শারমিন আক্তার, শিখা আক্তার, মনিরা ইয়াসমিন, জরি বেগম, পারভীন বেগম, মোসাঃ খাদিজা খাতুন, আয়েশা খাতুন, জায়েদা বেগম, সালাম বেগম প্রমুখ। উদ্বোধন শেষে দলীয় ও জাতীয় পতাকা নিয়ে মহিলা দলের নেতা-কর্মীরা বর্ণাঢ্য র্যালি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারো দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ও সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেয়।