মহেশপুর সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুরে অভাবের তাড়নায় এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, মান্দারবাড়ীয়া ইউনিয়নের হুদা শ্রীরামপুর গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে নবিছদ্দিন (৬০) তার স্ত্রী অনেক দিন যাবৎ বিছানাগত হয়ে আছে। স্ত্রীকে চিকিৎসা ও সংসার খরচ করতে যেয়ে বিভিন্ন ব্যক্তি ও এনজিও থেকে ঋণ নিয়ে অভাবগ্রস্ত হয়ে পড়ে। এ সময় বিভিন্ন এনজিও তার কাছে টাকা ফেরতের চাপ দিলে তিনি হতাশাগ্রস্ত হয়ে গত বুধবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
মান্দারবাড়ীয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, তার গ্রামের নবিছদ্দিন অভাবের তাড়নায় ঋণগ্রস্থ হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। লাশ ময়নাতদন্ত করে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, গত বছর কাজীরবেড় ইউনিয়নের চাঁদরতনপুর গ্রামের ভ্যানচালক ওহিদুল ইসলামও অভাবের তাড়নায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলো।