মহেশপুর সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুরে ইরেসপো ও পজীপ প্রকল্পের উদ্যোগে পল্লীউন্নয়ন বোর্ডের আওতাধীন মথুরানগরের পুর্বপাড়ায় উপকারভোগী সদস্যদের নিয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ সন্ধ্যায় মথুরানগরের পুর্বপাড়ায় উপকারভোগী সদস্যদের নিয়ে এ উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ জেলা বিআরডিবির উপ-পরিচালক মোহাম্মদ মুক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিআরডিবির পরিচালক (অর্থ ও হিসাব) এনডিসি (যুগ্ন সচিব) মো: শহিদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহেশপুর পজীপ প্রকল্পের কর্মকর্তা মিয়া মো: আরিফুজ্জামান, মহেশপুর উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইরেসপো) পমেট চন্দ্র বর্মন প্রমুখ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত