মহেশপুর(ঝিনাইদহ) সংবাদদাতাঃ ঝিনাইদহের মহেশপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী বাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। গতকাল বুধবার বিকালে পুরাতন পৌরসভা চত্বরে উপজেলা ও পৌর কৃষক দলের আয়োজনে ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কৃষক দলের সদস্য আলহাজ্জ আব্দুল আজিজ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মহেশপুর পৌর বিএনপির সভাপতি এ্যাডঃ আমিরুল ইসলাম খান চুন্নু,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবীর উদ্দিন বিশ^াস,পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ খান,জেলা কৃষক দলের সদস্য শহীদুল ইসলাম,উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল ফারুক বাবু সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।