মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদ চত্তরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা খামারবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সষ্টি চন্দ্র রায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরার সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা খামারবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সষ্টি চন্দ্র রায়। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা প্রশিক্ষন কর্মকর্তা কৃষিবিদ মোশারেফ হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইয়াসমিন সুলতানা, মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) ফজেয় উদ্দীন মৃধা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবরিন মুজাইন নাবিলা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফারুকুজ্জামান প্রমুখ। এর পুর্বে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বনাঢ্য র্যালী বের করা হয়।