মহেশপুর সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়নের নতুন কোলা গ্রামে জমি নিয়ে শত্রুতার জেরে আবুল কাশেম (৪৫), স্ত্রী রাহাতুন বেগম (৪০) ও ছেলে টিপু সুলতানকে (২২) কুপিয়ে আহত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার বেলা ২টার দিকে কাজিরবেড় ইউনিয়নের নতুন কোলা গ্রামে।
প্রতিবেশী ও থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানাগেছে, জমি নিয়ে বিরোধের শত্রুতার জের ধরে নতুন কোলা গ্রামের ন্নানু মিয়া, সোহেল, মদন, আকাম উদ্দীন, হায়দার আলী, রফিকুল ইসলাম, রবিউল ইসলাম, সেলিম ও আলীম তাদের বাড়ি থেকে টেনে হেঁচড়ে বাড়ির বাইরে নিয়ে এলোপাতারিভাবে পিটিয়ে ও দা দিয়ে কুপিয়ে গুরুতরভাবে আহত করে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা আহত অবস্থায় উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত আবুল কাশেম জানান, তরা আমাদের কাছে কোন জমি পায়না। জমির ঝামেলা নিয়ে বিভিন্ন সময় ইউনিয়ন পরিষদে কয়েক দফায় বসা হয়েছে। সেখানে তারা কাগজপত্র দেখাতে পারেনি। অথচ তারা গায়ের জোরে জমি দাবি করে আসছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মহেশপুর থানার এস আই জুম্মান জানান, বিষয়টি তদন্ত করে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত