মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি: ফুফু বাড়ি থেকে ফেরার পথে ঝিনাইদহের মহেশপুরে দু‘ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিজান (২৩) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ২জন। আহতদেরকে মহেশপুর ও ঢাকায় ভর্তী করা হয়েছে।
নিহত সিজান কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের হরিণদিয়া গ্রামের সিরাজুল ইসলাম মাস্টারের ছেলে।
এ দূর্ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধায় মহেশপুর উপজেলার জিন্নহনগর টু দত্তনগর সড়কের সরকারি পদ্মপুকুর ডিগ্রী কলেজের সামনে।
স্থানীয় নাজমূল হোসেন জানান, নিহত সিজান এবং তার ছোট ভাই রিফাত নেপা গ্রামের ফুবুর বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কোটচাঁদপুরে ফেরার পথে পদ্মপুকুর ডিগ্রী কলেজের সামনে পৌছালে অপরদিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংর্ঘষে কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের হরিণদিয়া গ্রামের সিরাজুল ইসলাম মাস্টারের ছেলে সিজান, সিজানের ছোট ভাই রিফাত (২১) ও মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের ভবনগর গ্রামের জিয়াউর রহমানের ছেলে রাব্বি হোসেন (৩৫) গুরুতর ভাবে আহত হয়।
আহতদেরকে মহেশপুর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে মহেশপুর উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকি’সক গুরুতর আহত সিজানকে ঢাকায় রেফার্ড করে। এবং রিফাত ও রাব্বিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সিজান মৃত্যু বরণ করে।
মহেশপুর থানার অফিসাস ইনচার্জ (ওসি) ফয়েজ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, দু‘মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছে এবং তাদেরকে উন্নত চিকিৎসার জন্য মহেশপুর হাসপাতাল থেকে রেফার্ড করা হয়েছে শুনেছি।
মহেশপুরে দু‘মোটর সাইকেলের মুখো মুখি সংর্ঘষে কলেজ ছাত্র নিহত
Leave a comment