মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে রাতভোর বিজিবির অভিযানে ৬৯ বোতল ভারতীয় ফেনসিডিল ও মদসহ ১৫ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। বিজিবি সুত্রে জানাগেছে, রোববার রাতে মহেশপুর ৫৮ বিজিবির পলিয়ানপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকা থেকে ভারতীয় ৩৬ বোতল মদ উদ্ধার করে। একই সময় নতুন পাড়ার বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৩ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। একই সময় মাঠিলা,বাঘাডাঙ্গা,পলিয়ানপুর সীমান্ত এলাকা থেকে ভারতে যাওয়ার সময় ১৫ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে। এঘটনায় মহেশপুর থানায় পৃথক ভাবে মামলা হয়েছে।