মহেশপুর সংবাদদাতা : নিজ বাড়িতে পেঁপে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাছ ব্যবসায়ী জামাল উদ্দীন (৫৫) নামের এক ব্যক্তির করুন মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ১০টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়নের দক্ষিনপাড়া গ্রামে। নিহত জামাল উদ্দীন কাজিরবেড় ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের মৃত জাহান আলীর ছেলে।
প্রতিবেশীরা জানান, শুক্রবার সকালে জামাল উদ্দীন নিজ ঘরের পাশ থেকে পেঁপে গাছ কাটার সময় গাছটি বিদ্যুতের তারের উপর পড়লে সেখানেই জামাল উদ্দীন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়। কাজিরবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়া নবী মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।