মহেশপুর(ঝিনাইদহ)সংবাদদাতাঃ ঝিনাইদহের মহেশপুরে দুস্ত-অসহায় ও গরীব প্রতিবন্ধীদের মধ্যে ব্যাটারী চালিত হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে মহেশপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে এ হুইল চেয়ার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খাঁন চঞ্চল।
প্রতিবন্ধী পূর্ণবাসন ফাউন্ডেশনের পরিচালক মোক্তার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খাঁন চঞ্চল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী, পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম,সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা,বীর মুক্তিযোদ্ধা কাজি আব্দুস সাত্তার, এসবিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী নুথান, নাটিমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মাষ্টার, মান্দারবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান,যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ সালাউদ্দীন আহাম্মেদ,কাজিরবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়া নবী মিয়া,ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম প্রমুখ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত