জন্মভূমি ডেস্ক : ঝিনাইদহ-৩ আসনটি মহেশপুর ও কোটচাঁদপুর নিয়ে গঠিত। এ আসন থেকে দলের মনোনয়ন পত্র ক্রয় করেছেন আওয়ামী লীগের ৭ নেতা। এর মধ্যে রয়েছেন বর্তমান সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল, সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজ, মহেশপুর উপজেলা সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা সহ-সভাপতি ময়জদ্দীন হামিদ, কোটচাঁদপুর উপজেলা সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরীফুননেছা মিকি, মহেশপুর উপজেলা সহ-সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সালাহ উদ্দীন মিয়াজী এবং জেলা তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনিচুর রহমান টিপু।
আওয়ামী লীগ সরকারের উন্নয়ন সাধারণ মানুষের ঘরে-ঘরে পৌঁছে দিয়ে শেখ হাসিনার নৌকা প্রতিকে ভোট চেয়ে প্রচার চালাচ্ছেন এলাকার আওয়ামী লীগের নেতা ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল।