
মহেশপুর সংবাদদাতা : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই নির্বাচন করে নৌকাকে বিজয়ী করে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে হবে। মঙ্গলবার সকালে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় দ্বাদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী জেলা তথ্য ও গবেষনা বিয়য়ক সম্পাদক আনিচুর রহমান টিপু এ কথা বলেন। মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহানেওয়াজ খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নাটিমা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি আজাদুর রহমানসহ স্থানীয় সকল সাংবাদিক বৃন্দ।