মহেশপুর সংবাদদাতা
সোমবার ভোরে ঝিনাইদহের মহেশপুর জলুলী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় দুই নারীসহ ৬জনকে আটক করেছে ৫৮ বিজিবি। ৫৮ বিজিবির অধিনস্ত জলুলী ক্যাম্পের ক্যাম্প কমান্ডার জানায়, তারা অবৈধভাবে ভারত থেকে সীমান্ত রেখা পার হওয়ার সময় যাদবপুর ইউপির কানাইডাঙ্গা মাঠ থেকে দুইজন মহিলাসহ ৬জনকে আটক করে টহল দল। তাদের বাড়ি মাগুরা, নড়াইল, ফরিদপুর ও মুন্সিগঞ্জ জেলায় বলে আটককৃতরা জানিয়েছে। এ ব্যাপারে মহেশপুর থানায় মামলা হয়েছে। যার নং-১ তারিখ-১/৩/২১। সোমবার দুপুরে তাদেরকে থানায় সোপর্দ করা হয়েছে। ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসান এর সত্যতা নিশ্চিত করেছেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত