মহেশপুর (ঝিনাইদহ)সংবাদদাতাঃ ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ রোববার ভোর রাতে জোড়া হত্যা মামলার আসামী আব্দুস সেলিমকে (৪০) আটক করেছে। পুলিশ সাইবার ক্রাইম প্রযুক্তির মাধ্যমে ঢাকা থেকে তাকে আটক করেছে।
থানা সুত্রে জানাগেছে, থানার এস আই ও জোড়া হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই জমির হোসেন রোববার ভোর রাতে ঢাকা থেকে হত্যা মামলার ২নং আসামী আব্দুস সেলিমকে আটক করে।
উল্লেখ্যঃ গত ১৭ জানুয়ারী (বুধবার) বিকালে মহেশপুরের বাঘাডাঙ্গা গ্রামে স্বর্ণ চোরাচালানের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে শামীম ও মন্টু মন্ডলকে গুলি করে হত্যা করা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত