
ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে দুই ব্যাক্তি একটি ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করছিল।বিজিবি সদস্যরা বিষয়টি নজরে রেখে তাদের কে দাড়াতে বলে এবং ব্যাগে কী আছে দেখতে চাইলে তা ফেলে দৌঁড়ে ভারতের সীমান্তের অভ্যন্তরে পালিয়ে যায় দু’জন।ফেলে যাওয়া ব্যাগে তল্লাশি করে একটি ভারতীয় পিস্তল এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করা । মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে ও বিষয়টি নিশ্চিত করেছেন ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, জীবননগর পাড়ার ঈদগাহ মাঠের পশ্চিম পাশ দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে দু,জন। তাদের তল্লাশি করতে চাইলে তারা ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। ব্যাগ তল্লাশি চালিয়ে একটি ভারতীয় পিস্তলএবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত