ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বিজিবি। শুক্রবার দুপুর আড়াইটার সময় উপজেলার বাঘাডাংগা সীমান্তে তাকে আটক করা হয়।আটক ভারতীয় নাগরিকের নাম রঞ্জিত কুমার(৫৬)। তিনি উত্তর প্রদেশের রামপুরমথুরা বাসুরা গ্রামের প্রফুল্লাহ কুমারের ছেলে। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান,বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬০/৩৩-আর হতে আনুমানিক ১ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে কাঞ্চনপুর গ্রামের ব্রীজের ওপর হতে নিয়মিত টহল পরিচালনা করে ভারতীয় নাগরিক রঞ্জিত কুমারকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক ভারতীয় নাগরিককে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করে ঝিনাইদহ জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত