
জন্মভূমি ডেস্ক : মাগুরার শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এক নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার ভোর ৪টার দিকে উপজেলার আমলসার ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে মৃতরা হলেন- আরশেদ শেখ কানু (৪৫) ও সবিরন বেগম (৪০)। আহত জাহাঙ্গীর শেখ (৪২) আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, শনিবার ভোরে আলম শেখের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে সবিরন বেগমের বসতঘরে। শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় সবিরন বেগমকে তার ঘর থেকে মৃত উদ্ধার করা হয়।
এর আগে আগুন নেভানোর জন্য প্রতিবেশী আরশেদ শেখ ও জাহাঙ্গীর শেখ এগিয়ে আসলে তারা দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আরশেদ শেখকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য জাহাঙ্গীর শেখকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার জাহাঙ্গীর হোসেন জানান, ধারণা করা হচ্ছে রান্নাঘরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
ঘটনাস্থলে তদন্তকারী কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তদন্ত অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়।