জন্মভূমি ডেস্ক : মাগুরা শহরের ঢাকা রোড বাসস্ট্যান্ডের পাশে সৈকত আবাসিক হোটেল থেকে ইব্রাহিম উদ্দিন (৪৭) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তার লাশ উদ্ধার করেছে মাগুরা সদর থানা পুলিশ। ইব্রাহিম রাজবাড়ি জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর গ্রামের আকবর আলী শেখের ছেলে। তিনি ‘তারা বিস্কুট’ কোম্পানির এজিএম পদে কর্মরত ছিলেন।
সৈকত হোটেলের ম্যানেজার মাসুদুল হক জানান, গত সোমবার রাত ১০টার দিকে তিনি হোটেলে আসেন। তাকে নিচতলার ২৪ নম্বর রুমটি দেয়া হয়। মঙ্গলবার দুপুর ১২টার দিকে তার স্ত্রী তাকে ফোনে না পেয়ে আমাকে ফোন করেন। তখন আমি তার রুমের সামনে গিয়ে অনেক ডাকাডাকি করেও তার সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেই। পুলিশ এসে দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেকেন্দার আলী জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সৈকত হোটেলের ম্যানেজারের ফোন পেয়ে আমরা সেখানে গিয়ে হোটেলের দরজা ভেঙ্গে ইব্রাহিম নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করি। প্রাথমিক তদন্তে লাশের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হতে পারে। ইব্রাহিম ব্রাক্ষণবাড়িয়ায় তারা বিস্কুট কোম্পানি নামে একটি খাদ্যসামগ্রী বিপণন কোম্পানিতে এজিএম হিসেবে কর্মরত ছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে রাখা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত