জন্মভূমি ডেস্ক : মাগুরা জেলা আওয়ামী যুবলীগ উদ্ভাবিত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে অ্যাপস ভিত্তিক প্লাটফর্ম আওয়ামী মিত্রর উদ্বোধন করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। রবিবার সকালে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে ‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট মাগুরা, স্মার্ট যুব শক্তি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় এ অ্যাপসের উদ্বোধন করা হয়। এ সময় জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলী আহম্মেদ আহাদ, সাকিব হাসান তুহিন, আশরাফ খান, আইটি প্রকৌশলী সোহেল রানা, প্রকৌশলী কাজী সোহাগ হোসেন ও প্রকৌশলী শামীম আল মামুন, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, সাবেক ছাত্রলীগ সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম প্রমুখ। আওয়ামী মিত্র নামে অ্যাপসটি পরিচলানা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালায় যুবলীগের বিভিন্ন পর্যায়ের ৫শতাধিক নেতারা অংশগ্রহণ করেন।