জন্মভূমি ডেস্ক : মাগুরায় সড়ক দুর্ঘটনায় নুর ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (৫ ডিসেম্বর) রাত ৮টায় শালিখা উপজেলার সীমাখালি এলাকার পিএস ইটভাটার সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত নুর ইসলাম ডুমুরশিয়া গ্রামের দ্বীন ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, নুর ইসলাম মোটরসাইকেল যোগে মাগুরা থেকে যশোর যাচ্ছিলেন। সীমাখালি এলাকায় পৌঁছালে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি নিহত হন।
মাগুরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, মাগুরা যশোর হাইওয়ে সড়কের সীমাখালি এলাকায় এক মোটরসাইকেল আরোহীর মরদেহ রাস্তার ওপর পড়েছিল। তবে কে বা কারা তাকে রাস্তার ওপর ফেলে গিয়েছে তা এখনও জানতে পারিনি। তবে তার পকেটে থাকা জাতীয় পরিচয় পত্র দেখে জানা যায় তিনি মোহাম্মদপুর উপজেলার ডুমুরশিয়া গ্রামের বাসিন্দা। আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।
মাগুরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
Leave a comment