
জন্মভূমি ডেস্ক : একটার পর একটা নক্ষত্র পতনে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। একের পর এক মৃত্যু দেখে ভেঙে পড়েছেন ভক্তরাও। বিশেষ করে হৃদরোগে আক্রান্ত মৃত্যুর সংখ্যা তো প্রচুর। আর এই রোগে কেড়ে নিল আরও এক শিল্পীর প্রাণ। মাত্র ২৫ বছর বয়সে কার্ডিয়াক অ্যারেস্ট, শেষ নিশ্বাস ত্যাগ করলেন ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেতা।
বিগত কয়েক বছরে হৃদরোগে আক্রান্ত হয়ে শিল্পীর মৃত্যুর খবর রয়েছে শিরোনামে। সিদ্ধার্থ শুক্লা ও পুণিত রাজকুমারের পর এবার জনপ্রিয় অভিনেতা পবনের মৃত্যু হলো হৃদরোগে।
ভারতীয় গণমাধ্যম থেকে জানা যাচ্ছে, শুক্রবার ভোর ৫টা নাগাদ মুম্বাইয়ের নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন পবন। অভিনেতার মৃতদেহ মুম্বাই থেকে তার জন্মস্থান মান্ডায় নেওয়া হবে, যেখানে তার শেষকৃত্যও সম্পন্ন হবে।
ছোটপর্দার নামজাদা এই শিল্পী মূলত কর্ণাটকের মান্ডা জেলার বাসিন্দা। তবে কর্মসূত্রে পরিবার নিয়ে মুম্বাইতেই থাকতেন। একাধিক হিন্দি ও তামিল ধারাবাহিকে কাজ করেছে। পবন অভিনীত সিরিয়াল হয়ত আপনিও দেখেছেন। তার অকালমৃত্যুতে শোকস্তব্ধ গোটা পরিবারসহ ভক্তরা।