
তথ্য বিবরণী : মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে ও বাংলাদেশ শিশু একাডেমি জেলা কার্যালয়ের সহযোগিতায় আগামী ১৭ মে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৭ মে বেলা ১১টায় বাংলাদেশ শিশু একাডেমি জেলা কার্যালয়ে অনুষ্ঠেয় চিত্রাংকন প্রতিযোগিতায় ক-বিভাগ: শিশু থেকে তৃতীয় শ্রেনি ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের জন্য, বিষয়: ‘আমাদের বঙ্গবন্ধু’, মাধ্যম: উন্মুক্ত। খ-বিভাগ: চতুর্থ থেকে সপ্তম শেনি ও সমমান পর্যায়ের, বিষয়: ‘মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’, মাধ্যম: জল রং/প্যাস্টেল রং। গ-বিভাগ: অষ্টম থেকে ১০ম শ্রেনি ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের জন্য, বিষয়: ‘বাঙ্গালি সংস্কৃতি ও বঙ্গবন্ধু’, মাধ্যম: জল রং/প্যাস্টেল রং এবং ঘ-বিভাগ: বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য, বিষয় ও মাধ্যম: উন্মুক্ত।
রচনা প্রতিযোগিতা ক-বিভাগ: ষষ্ঠ থেকে অষ্টম শ্রেনি ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের জন্য, বিষয়: ‘মাদকাসক্তি মুক্ত যুবসমাজ ও আমাদের উন্নয়ন’, অনধিক এক হাজার শব্দের মধ্যে লিখতে হবে। খ-বিভাগ: নবম থেকে ১০ম শ্রেনি ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের জন্য, বিষয়: ‘বঙ্গবন্ধুর আদর্শে চলি মাদকমুক্ত সোনার বাংলা গড়ি’, অনধিক এক হাজার পাঁচশ’ শব্দের মধ্যে হতে হবে। গ-বিভাগ: একাদশ, দ্বাদশ, স্নাতক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের জন্য, বিষয়: ‘মাদককে রুখব, স্মার্ট বাংলাদেশ গড়ব’, অনধিক দুই হাজার শব্দের মধ্যে হতে হবে।
চিত্রাংকন প্রতিযোগিতায় ১৭ মে বেলা ১১টায় খুলনা শিশু একাডেমিতে স্ব-শরীরে উপস্থিত হয়ে ছবি আঁকায় অংশগ্রহণ করতে হবে। ১৬ ইঞ্চি গুণ ১১ ইঞ্চি কার্টিজ পেপারে চিত্রাংকন করতে হবে। পেপারের পিছনে প্রতিযোগির নাম, পিতা/অভিভাবকের নাম, মাতার নাম, শ্রেনি, রোল নম্বর, বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, ঠিকানা/পত্র যোগাযোগের ঠিকানা, টেলিফোন ও মোবাইল নম্বর লিখতে হবে। রচনা এ-ফোর সাইজের সাদা কাগজের একপাশে বাংলা ভাষায় স্পষ্টাক্ষরে স্বহস্তে লিখতে হবে। কোন ক্রমেই রচনার ফটোকপি গ্রহণযোগ্য নয়। রচনা শব্দসংখ্যা নির্ধারিত সীমার অধিক হলে তা মূল্যায়নের জন্য বিবেচিত হবে না। রচনা বাড়ি থেকে স্বহস্তে লিখে ১৭ মে বিকাল চারটার মধ্যে বাংলাদেশ শিশু একাডেমি কার্যালয়ে জমা দিতে হবে।
উল্লেখ্য, চিত্রাংকন প্রতিযোগিতার কাগজ শিশু একাডেমি সরবরাহ করবে এবং অন্যান্য সরঞ্জামাদি শিশুদের সাথে আনতে হবে।