
জন্মভূমি ডেস্ক : পথচারীর পকেটে মাদক দিয়ে ফাঁসানোর ঘটনায় দায়ের করা মামলায় পল্লবী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহবুবুল আলমসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আদালত। এর মধ্য দিয়ে মামলার বিচার শুরু হলো। অপর দুই আসামি হলেন, মো. রুবেল ও মো. সোহেল রানা।
মঙ্গলবার (৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত আসামিদের এ মামলা থেকে অব্যাহতির আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। একইসঙ্গে এ মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৬ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেন আদালত।
এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক মো. আনোয়ার হোসেন আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।
জানা গেছে, আসামিরা একজন সোর্সের কাছ থেকে ইয়াবার প্যাকেট নিয়ে খলিলুর রহমান নামে এক পথচারীর পকেটে ঢুকিয়ে দেন। এ ঘটনায় পথচারীর বিরুদ্ধে পল্লবী থানায় মাদক মামলা করা হয়। পরবর্তীতে পথচারীর পকেটে মাদক ঢুকিয়ে দেওয়ার ভিডিও বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়। এ ঘটনায় এএসআই মাহবুবুল আলমসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গত বছরের ৭ সেপ্টেম্বর মামলা দায়ের করেন পল্লবী থানার উপ-পরিদর্শক খালিদ হাসান তন্ময়।
মামলা দায়েরের পর তিন আসামিকে রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। একই বছরের ৮ সেপ্টেম্বর এ তিন আসামির দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১১ সেপ্টেম্বর রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে বিভিন্ন সময়ে তিন আসামি জামিন পান।