রঞ্জন কুমার মল্লিক, মাদারীপুর : মাদারীপুর নতুন গঠিত জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার বলেছেন, আপনারা বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদ পরিবেশন করবেন। যদি কোথাও কোন অসঙ্গতি দেখেন, সেক্ষেত্রে আমাদেরকে অবহিত করবেন। আপনাদের সহযোগিতা নিয়ে মাদারীপুর জেলাকে একটি সুন্দর জেলা হিসেবে গড়ে তুলতে চাই। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে জাতীয় সাংবাদিক সংস্থার নবগঠিত জেলা শাখার নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতকালে তিনি একথা বলেন। এর আগে পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাত করেন সংস্থার নেতৃবৃন্দরা। এসময় ডিসি ও এসপি কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সৌজন্য সাক্ষাতকালে পুলিশ সুপার মো: সাইফুজ্জামান বলেন, আমি জেলা পুলিশ সুপার হিসেবে আপনাদের সহযোগিতা চাই। আপনারা মানুষের সেবায় সত্যকে তুলে ধরবেন। যে সকল কর্মপন্থা অবলম্বন করা দরকার। যেসব কাজ করা দরকার, এগুলো যাতে আমরা সুচারুভাবে করতে পারি এবং প্রকৃত সত্যটা যেন মানুষের সামনে ফুটে উঠে এই সহযোগিতা আপনাদের কাছে চাই। আমি জাতীয় সাংবাদিক সংস্থার সার্বিক মঙ্গল কামনা করি।
সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. তানিয়া ফেরদৌস, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা শাখার সভাপতি মোঃ ফায়েজুল কবির, সহ সভাপতি নাসির উদ্দিন ফকির লিটন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমদাদুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক প্রিন্স মাহমুদ সবুজ, ক্রীড়া সম্পাদক মুন্না শরীফ ও দৈনিক জন্মভূমির সাংবাদিক রঞ্জন কুমার মল্লিক সহ অন্যরা।
উল্লেখ্য, ১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারী প্রয়াত মুহাম্মদ আলতাফ হোসেন প্রতিষ্ঠা করেন জাতীয় সাংবাদিক সংস্থা। গত ৫ আগষ্ট সরকার পতনের পর জেলা উপজেলা সহ সারাদেশের সকল কমিটি বিলুপ্ত করা হয়। গত
৮ ডিসেম্বর ঢাকায় সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে মাদারীপুর জেলা শাখার কমিটি অনুমোদন হয়।
মাদারীপুরকে একটি সুন্দর জেলা হিসেবে গড়ে তুলতে চাই: ডিসি
Leave a comment