মাদারীপুর অফিস : মাদারীপুরের শিবচরে ৪ দিন ব্যাপী ভ্রাম্যমান বইমেলা উদ্বোধন করা হয়েছে। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন খানম ভ্রাম্যমান বইমেলা উদ্বোধন করেন। সোমবার শুরু হওয়া বইমেলা আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে সোমবার বিকেলে জেলার শিবচর উপজেলার চৌধুরী ফিরোজা বেগম শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে ৪ দিন ব্যাপী ভ্রাম্যমান বইমেলার উদ্বোধন করা হয়। বইমেলায় বিভিন্ন লেখকদের শিশুদের জন্য লেখা বই, বিভিন্ন গল্প, উপন্যাস, মুক্তিযুদ্ধ ভিত্তিক বই, ছড়া, ভ্রমন কাহিনী, কবিতা, অনুবাদধর্মী বইসহ ১ হাজার ৫ শতাধিক বই রয়েছে। প্রতিদিন দুপুর ২ থেকে রাত ৮ টা পর্যন্ত ভ্রাম্যমান বইমেলা চলবে। আগামী ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত ভ্রাম্যমান বইমেলা চলবে।
মেলায় এসে কথাসাহিত্যিক রিপনচন্দ্র মল্লিক বলেন, ‘বিশ^ সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলা কয়েক দিন আগে মাদারীপুর জেলা শহরেও অনুষ্ঠিত হয়েছে। সেখানেও আমরা প্রচুর পাঠকের সাড়া দেখেছি। এখন শিবচর উপজেলায় হচ্ছে। এটি খুবই ভালো একটি উদ্যোগ। ঢাকার বইমেলাতে অনেক মানুষই ইচ্ছে থাকা সত্বেও যেতে পারে না। মেলা যদি এভাবে দেশের বিভিন্ন উপজেলা পর্যায়ে নিয়মিত হয়, তাহলে দেশে বইয়ের পাঠক অনেক বেড়ে যাবে। আমি প্রত্যাশা করছি, এই মেলা যেন নিয়মিত ভাবে বছরে অন্তত একবার করে হলেও উপজেলাগুলোতে আয়োজন করা হয়। তাহলেই আমরা যে আলোকিত জাতি গঠন করতে চাইছি, তা গঠনে এই মেলাগুলো বড় ভূমিকা রাখবে।’
বইমেলার সার্বিক নিরাপত্তায় পুলিশসহ আইন শৃংখলা বাহিনী দায়ীত্ব পালন করছেন। উদ্বোধন অনুষ্ঠানে শিবচর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মোঃ মাকসুদুর রহমান, বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলার ইউনিট ইনচার্জ দেবজ্যোতি মন্ডল, বিশ্বসাহিত্য কেন্দ্রের নূরুল আমিন কলেজ শাখার সমন্বয়ক একলাচউদ্দিন চুন্নু প্রমূখ উপস্থিত ছিলেন।
মাদারীপুরের শিবচরে ভ্রাম্যমাণ বইমেলা শুরু
Leave a comment