
রিপনচন্দ্র মল্লিক, মাদারীপুর : মাদারীপুরে এবিসিকে সৈয়দ আবুল হোসেন কলেজের ১৮ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার কলাগাছিয়ায় কলেজটির মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এবিসিকে সৈয়দ আবুল হোসেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও সমাজসেবা অধিদপ্তরের শরীয়তপুর জেলার উপ-পরিচালক বিশ^জিত বৈদ্য নাদিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ সংসদীয় আসনের সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা বেগম।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা বেগম বলেন, ‘এবিসিকে সৈয়দ আবুল হোসেন কলেজের যে সকল সমস্যা রয়েছে সেগুলোর মধ্যে যে কাজগুলো জরুরি করা দরকার সেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে করা হবে। পাশাপাশি এই এলাকার একটি সড়কের কথা বলা হয়েছে, সেই সড়কটিও দ্রুত সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হবে। এছাড়া আগামী মউপজেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলায় জেলা ও উপজেলা আওয়ামীলীগ নেতা কর্মীদের সমর্থিত প্রার্থী পাভেলুর রহমান শফিক খানকে বিজয়ী করার লক্ষ্যে সকলকে একযোগে কাজ করতে হবে বলেও তিনি মন্তব্য করেন। এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন,‘শরীর ও মনকে ভাল রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। তাই নিয়মিত ভাবে খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, সরকারি মাদারীপুর কলেজের সাবেক অধ্যক্ষ হিতেন চন্দ্র মন্ডল, কালকিনি পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার সাবেক মেয়র এনায়েত হোসেন হাওলাদার, কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রায়হান কবীর ও সাবেক কেন্দুয়া ইউপি চেয়ারম্যান মজিবর রহমান হাওলাদারসহ অন্যরা।