রঞ্জন কুমার মল্লিক, মাদারীপুর : মাদারীপুরে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের ৩ দফা দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যরা।
রোববার (১২ জানুয়ারি) সকালে মাদারীপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, চাকুরীচ্যুত নির্দোষ বিডিআর সদস্যদের চাকুরীতে পুর্নবহাল, জেল বন্দী নির্দোষ বিডিআরের মুক্তি এবং তদন্ত কমিশনকে স্বাধীন নিরপেক্ষ এবং নির্ভয়ে কাজ করার জন্য প্রজ্ঞাপনে ২/ঙ ধারা বাতিল করার ৩ দফা দাবী সরকারের কাছে তুলে ধরেন।
মাদারীপুরে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের সমন্বয়ক লুৎফর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন হাবিলদার আবদুর রউফ, সিপাহী শাহ আলম খান, সিপাহী হাসান বেপারী ও সিপাহী সৈয়দ সাব্বির হোসেনসহ অন্যরা।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত