মাদারীপুর প্রতিনিধি : ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ের মাদারীপুরের শিবচরে অজ্ঞাতনামা একটি গাড়ি চাপার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে দুই জন হয়েছে।
এই ঘটনায় শিবচর হাইওয়ে থানা পুলিশ একজন লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করে। গুরুতর আহত একজন ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় তার লাশ নিয়ে শিবচর থানা পুলিশের কোন কার্যক্রম নেই বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেনÑ ঝিনাইদহ সদর উপজেলার ধোপাঘাটা গোবিন্দপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে মোঃ আল মাসুদ ও একই গ্রামের তৈয়বুর রহমানের ছেলে মোঃ আফ্রিদি হাসান।
শিবচর হাইওয়ে থানার ওসি শাকিল আহমেদ জানিয়েছেন, গত রোববার গভীর রাতে ঢাকা থেকে মোটরসাইকেল যোগে মোঃ আল মাসুদ (২৫) ও মোঃ আফ্রিদি হাসান (২২) নামের দুই যুবক ঝিনাইদহ যাচ্ছিলেন। রাত আনুমানিক আড়াইটার দিক তাদের মোটরসাইকেলটি ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ের মাদারীপুরের শিবচরের মুন্সীবাজার নামক স্থানে আসলে অজ্ঞাতনামা একটি গাড়ি তাদেরকে চাপা দিলে দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মোঃ আল মাসুদ নিহত হয়। গুরুতর আহত হয় মো. আফ্রিদী হাসান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আফ্রিদী হাসানকে উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু তার অবস্থা আশংকাজনক হওয়া শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় আফ্রিদি হাসানের মৃত্যু হয়।
শিবচর হাইওয়ে থানার ওসি শাকিল আহমেদ আরো জানিয়েছেন, খবর পেয়ে রোববার রাত আড়াইটার দিকে শিবচর হাইওয়ে থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে আল মাসুদের লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল রিপোর্ট শেষে সোমবার বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করে। অপরদিকে গুরুতর আহত আফ্রিদী হাসান ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় মারা যাওয়ায় তার লাশের বিষয়ে আমাদের কাছে কোন কার্যক্রম নেই। তবে, এই বিষয়ে শিবচর থানায় মঙ্গলবার সকালে একটি মামলা দায়ের করা হয়েছে।
মাদারীপুরে গাড়ি চাপার ঘটনায় আরো একজনের মৃত্যু, নিহত বেড়ে দুই
Leave a comment