রঞ্জন কুমার মল্লিক, মাদারীপুর : মাদারীপুরে পারিবারিক কলহ ও নেশা করতে বাঁধা দেওয়ায় স্ত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
বুধবার সকালে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের মধ্য পেয়ারপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে। নিহত নাজমা বেগম (৪০) মধ্য পেয়ারপুর গ্রামের হেলাল খানের স্ত্রী।
মাদারীপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের মধ্য পেয়ারপুর গ্রামের ভ্যানচালক হেলাল খান বাড়িতে লোকজন নিয়ে এসে নিয়মিত নেশা করত। এই নিয়ে প্রায় তাদের পারিবারিক কলহ লেগে থাকত। বুধবার (২৮ মে) সকাল ১১ টার দিকে তার নেশার কাজে তার ছেলে নাজমুল হাসান হালান বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে হেলাল খান তার ছেলেকে লাঠি দিয়ে পেটানোর সময়ে স্ত্রী নাজমা বেগম ছেলেকে বাঁচাতে এগিয়ে আসলে কড়ই গাছের একটি শক্ত ডাল (লাঠি) দিয়ে সজোরে মাথায় আঘাত করলে স্ত্রী নাজমা বেগম গুরুতর আহত হয়। পরে দ্রুত তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত