রঞ্জন কুমার মল্লিক, মাদারীপুর : মাদারীপুরে মন্ত্রণালয়ের তাঁতী সমিতির সম্পত্তি অনুমতি ছাড়া বিক্রির নিষেধাজ্ঞা অমান্য করে প্রায় ৩০ কোটি টাকার জমি বিক্রি করে সাধারণ তাঁতিদের টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
এছাড়া তন্তুবায় সমবায় সমিতির স্থাপনা এবং ৩০ কোটি টাকা মূল্যের সম্পত্তি ১ কোটি ৭০ লাখ টাকায় বিক্রি করে ব্যাংক হিসাবে জমা দেন নাই। 'দি মাদারীপুর সাব-ডিভিশন কো-অপারেটিভ ইন্ডাস্ট্রিয়াল ইউনিয়ন লিমিটেড' নামের এ অভিযোগ সমিতির পকেট কমিটির সভাপতি হাজী আবদুল বাকী মিয়া ঘটনার মূল হোতা। তার সকল অপকর্মে সহযোগিতা করেছেন রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের তন্তুবায় সমবায় সমিতির পরিচালক মো. রফিকুল ইসলাম বাচ্চু। বিষয়টি নিয়ে অসহায় তাঁতিরা বিভিন্ন সময় প্রতিবাদ মিছিল, মানববন্ধন, স্মারকলিপি প্রদান, প্রশাসনসহ দুদকে লিখিত অভিযোগ দিয়েও কোন প্রতিকার পায়নি। ফলে জেলার ৩ হাজার তাঁতি পরিবার মানবেতর জীবনযাপন করছেন। বাকী মিয়া রাজৈরের টেকেরহাট এলাকার মৃত লাল চাঁন মিয়ার ছেলে।
ভূক্তভোগী তাঁতিরা জানান, ১৯৪৮ সালে মাদারীপুর পুরানবাজার রেইনন্ট্রিতলায় 'দি মাদারীপুর সাব-ডিভিশন কো-অপারেটিভ ইন্ডাস্ট্রিয়াল ইউনিয়ন লিমিটেড' নামে তন্তুবায় সমবায় সমিতি প্রতিষ্ঠিত হয়। তখন তাদের পূর্বপুরুষেরা তাদের উপার্জিত টাকা দিয়ে ৬৯ শতাংশ জায়গা ক্রয় করে আধাপাকা অবকাঠামো নির্মাণ করেন। বিগত ১৯৮৮ সালে রাজৈর উপজেলার টেকেরহাটের আবদুল বাকী মিয়া সমিতির সভাপতি নির্বাচিত হন।
তাঁতিদের লিখিত অভিযোগ অনুসন্ধান করে জানা গেছে, বিগত ১৯৪৮ সালের ২৭ জুলাই প্রতিষ্ঠিত হয় এই প্রতিষ্ঠান। যার রেজিনং-৩২৮। বাকী মিয়া তৎকালীন হাসিনা সরকারের দোসর জেলা সমবায় কর্মকর্তাগণ এবং তার পরিবারের সদস্যরা যোগসাযোসে বিপুল অর্থের বিনিময়ে নিয়ম বর্হিভূতভাবে ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি কেন্দ্রীয় সমিতির ৬৯ শতাংশ জমির মধ্যে ৬০ শতাংশ জমি এবং আধাপাকা স্থাপনা বিক্রি করে দেন। তৎকালিন বাজার মূল্য প্রায় ৩০ কোটি টাকার সম্পত্তি মাত্র ১কোটি ৭০লাখ টাকায় বিক্রি করেছেন বলে জানান সমিতির বঞ্চিত নেতারা। এই ঘটনা সমিতির অন্যান্য কর্মকর্তা ও সদস্যগণ জানতে পেরে বাকী মিয়ার কাছে পূর্বের হিসাবের খাতাপত্র দেখতে চায়। কিন্তু তিনি আজ কাল করে বহুবার হিসাব দেওয়ার কথা বললেও তা অদ্যাবধি দেন নাই। এ অবস্থায় সমিতির সদস্যগণ বিক্ষুব্ধ হয়ে ২০১৯ সালের ৩ নভেম্বর তার বাড়ি ঘেরাও করেন এবং রাজৈর উপজেলা নির্বাহী অফিসের সামনে বিচারের দাবীতে বিক্ষোভ প্রদর্শন করেন। বিষয়টি বিভাগীয় সমবায় কার্যালয়, ঢাকা হতে তদন্ত হলে ব্যাপক অনিয়ম ধরা পড়ে।
এছাড়াও মাদারীপুর সমবায় কার্যালয় হতে ২০১৯-২০২০ অর্থ বছরের অডিট হয়। অডিট রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, জমি বিক্রয় এর জন্য যে আবেদন করেছিল। অনুমতি না পাওয়া সত্ত্বেও সমিতির অর্থ আত্মসাৎ করার লক্ষে সভাপতি বাকী মিয়া ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি দলিল নং ৯৪৫/১৬ জমির পরিমান ৬০ শতাংশ বিক্রি করে এবং বিক্রিত অর্থ সমিতির কোন ব্যাংক হিসাবে জমা করেন নাই। অডিটে জায়গা বিক্রির অনিয়ম এবং টাকা আত্মসাতের সত্যতা খুঁজে পায়। পরে তিনি টেকেরহাট তার নিজের ৬শতাংশ জায়গা বেশি দামে সমিতির নামে ক্রয় করেন এবং এখানেও তিনি কোন নিয়ম-নীতি তোয়াক্কা করেননি যা অডিট রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে বাকী মিয়ার বিরুদ্ধে বিভাগীয় সমবায় কার্যালয় ঢাকা হতে গত ২০২১ সালের ৭ ডিসেম্বর ৯২ লাখ ৩৮ হাজার ৬৯২ টাকা দায় দেনা ধার্য করা হয় এবং টাকা জমা দেয়ার জন্য ৩ মাস সময় দেওয়া হয়। সময় অতিবাহিত হওয়ার পরেও টাকা জমা না দিয়ে বাকী মিয়া অসৎ উদ্দেশ্যে বিভাগীয় সমবায় কার্যালয়, ঢাকার সচিব এবং উর্ধতন সমবায় কর্মকর্তা, মাদারীপুর জেলা প্রশাসক, জেলা সমবায় কর্মকর্তাসহ ৮জনকে বিবাদী করে মাদারীপুর আদালতে একটি মামলা দায়ের করেন। (মামলা নং ৩/২৩, তারিখ ০৩.০১.২০২৪)। বর্তমানে মামলাটি আদলতে চলমান। মামলা নিস্পত্তির ব্যাপারে জেলা সমবায় অফিস থেকে কোন পদক্ষেপ গ্রহণ না করায় তাঁতিদের মধ্যে ক্ষোভের দানা বাঁধছে।
এ ব্যাপারে সমিতির বর্তমান সভাপতি বাকী মিয়ার মেজো ভাই রুহুল আমীন বেপারি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,বিষয়টি নিয়ে খুব শীঘ্রই সকলকে নিয়ে বসে নিস্পত্তি করা হবে। অভিযুক্ত হাজী আব্দুল বাকী মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাদারীপুরে নিহতের ঘটনায় মামলার আসামী হওয়ায় পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি ।
এ ব্যাপারে মাদারীপুর জেলা সমবায় কর্মকর্তা জয়ন্তী অধিকারী বলেন, ‘তাঁতিদের অভিযোগের ভিত্তিতে বিভাগীয় সমবায় কার্যালয় ঢাকা তদন্ত কমিটি গঠন করে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়। এছাড়াও মাদারীপুর সমবায় কার্যালয় হতে ২০১৯-২০২০ অর্থ বছরের অডিট হয়। সেই অডিটেও ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে বাকী মিয়া কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালতে মামলা করেন। মামলাটি আদালত থেকে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা কোন মন্তব্য করতে পারি না।’
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত