মাদারীপুর অফিস : মাদারীপুরে শতাধিক দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকালে মাদারীপুর মাষ্টারকলোনী এলাকায় স্মার্ট মাদারীপুর, ইউকে এর উদ্যোগে এই শীত বস্ত্র বিরতণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ চিকিৎসা চাই’য়ের মাদারীপুর জেলা শাখার সভাপতি এ্যাড.মশিউর রহমান পারভেজ।
‘পাশে আছি’ মাদারীপুর সংগঠনের সমন্বয়কারী বায়েজিদ মিয়ার উপস্থাপনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন সহায়তা কেন্দ্র ও জাতীয় সাংবাদিক সংস্থার মাদারীপুর শাখার সভাপতি মো.ফায়েজুল শরীফ, মাইটিভির মাদারীপুর প্রতিনিধি ও ব্যবসায়ী মো.মাসুদুর রহমান সরদার এবং মাদারীপুর অর্থনীতি সমিতির সভাপতি ও সিনিয়র সাংবাদিক রিপনচন্দ্র মল্লিক, পাশে আছি’র মাদারীপুর সংগঠনের উপদেষ্টা মো.খসরুজ্জামান, সেনা বাহিনীর সাবেক সার্জেন্ট পান্না হাওলাদার, মাদারীপুর কসমেটিকস সমিতির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সুমন, স্মার্ট মাদারীপুরের সদস্য রুবেল মাতুব্বর, রাশেদ মাতুব্বরসহ অন্যরা।
এসময় বক্তারা বলেন, সমাজের বিত্তবান যারা আছেন, তারা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তিগত পর্যায়ে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করলে দেশের সমাজ ব্যবস্থায় গুনগত পরিবর্তন আসবে।
মাদারীপুরে দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

Leave a comment