মাদারীপুর অফিস : মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে নেমে জান্নাতুল আক্তার (১৪) নামের এক মাদ্রাসা ছাত্রী নিখোঁজ হওয়ার এক দিন পরে লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। রোববার দুপুরে শিবচর উপজেলার আড়িয়াল খা নদের কলাতলা এলাকা থেকে এই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ।
জান্নাতুল আক্তার শিবচর উপজেলা উমেদপুর ইউনিয়নের পূর্বকাচিকাটা গ্রামে রনি ফকিরের মেয়ে । সে গত শুক্রবার শিবচর উপজেলার চরশ্যামাইল গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে এসেছিলেন।
শিবচর থানা পুলিশের (ওসি) মো.রতন শেখ বলেন,গত শুক্রবার বিকেলে জান্নাতুল আক্তার তার ফুফা মনির শিকদারের বাড়িতে বেড়াতে আসে। শনিবার দুপুর দেড়টার দিকে বৃষ্টি নামলে ফুফাতো বোন মেঘলা আক্তারের সাথে জান্নতুল আক্তার বাড়ির কাছের আড়িয়াল খাঁ নদে গোসল করতে যান। এ সময় গোসল শেষে মেঘলা উপরে উঠলেও জান্নাতুল আক্তার সাঁতার না জানায় আড়িয়াল খা নদের স্রোতের টানে ডুবে যান।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযানে নামে। শনিবার দিন সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ জান্নাতুলকে উদ্ধার সম্ভব হয়নি। পরে আজ রবিবার (৪ মে) বেলা ১২ টার দিকে শিবচর উপজেলার কলাতলা এলাকায় লাশ ভেসে উঠলে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে শিবচর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে লাশ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।