রিপন চন্দ্র মল্লিক, মাদারীপুর : মাদারীপুরে প্রকাশ্য দিবালোকে হোসেন সরদার নামে এক বালু ব্যবসায়ীকে পিটিয়ে দুই পা ভেঙে দেয়ার মামলায় অভিযুক্ত প্রধান আসামি সাইফুল সরদারসহ ৭ জনকে মাদারীপুর পুলিশ। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. আলাউল হাসান এর নেতৃত্বে ঢাকার ডেমরা থেকে গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বেলা দেড়টার দিকে মাদারীপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। এসময় সাত আসামীকে মাদারীপুর আদালতে প্রেরণ করা হয়। এর আগে সোমবার দুপুরে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়।
সংবাদ সম্মেলনে মো. কামরুল হাসান জানান, গত ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে খোয়াজপুর-টেকেরহাট বাজারে ১০ থেকে ১৫ জন লোক নিয়ে প্রতিপক্ষ সাইফুল সরদারের নেতৃত্বে হোসেন সরদারের ওপর হামলা চালানো হয়। এসময় প্রকাশ্যে তারা হোসেন সরদারের দুই পা পিটিয়ে ভেঙ্গে ফেলে। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তির করা হলে উন্নত চিকিৎসার জন্য ওই দিনই ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়। যেখানে ঘর থেকে বের করে পিটিয়ে দুই পা ভাঙ্গার দৃশ্য দেখা যায়। এঘটনায় ১৩ জনকে আসামি করে আহতের পরিবার একটি মামলা দায়ের করে। জেলা পুলিশ বিষয়টিকে গুরুত্ব দিয়ে সিসিটিভি ফুটেজ দেখে তথ্য-প্রযুক্তির মাধ্যমে মোট ১০ আসামীকে বিভিন্ন সময়ে গ্রেফতার করেন। এতে ঘটনার মূলক হোতা সাইফুল সরদারসহ তার গ্রুপের লোকজনকে গ্রেফতার করা হয়। বাকি আসামিদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে। এছাড়া সাইফুর সরদার ও আতাউর সরদারের বিরুদ্ধে ৮টি করে মামলা রয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির, অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. আলাউল হাসান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন সহ অন্যরা।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত