রিপনচন্দ্র মল্লিক, মাদারীপুর : ক্ষুদ্র ঋণদানকারী বেসরকারি প্রতিষ্ঠান আশা’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মো. শফিকুল হক চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় ৪শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও ঔষুধ বিতরণ করা হয়।
সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত সদর উপজেলার চরমুগরীয়া এলাকায় আশা স্বাস্থ্যসেবা কেন্দ্রে বিনামূল্যে এ মেডিকেল ক্যাম্প ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পে এমবিবিএস ডাক্তার এর মাধ্যমে প্রেসক্রিপশন প্রদান, ফিজিওথেরাপী সেবা প্রদান, ডায়াবেটিস পরীক্ষা, বিনামূল্যে ঔষধ বিতরণ ইত্যাদি। আশা-নিজস্ব অর্থায়নে স্বাস্থ্য, শিক্ষা ও স্যানিটেশন/হাইজিন, কৃষি উন্নয়ন পরিবেশ রক্ষা সেক্টরে কাজ করে থাকে। চরমুগুরিয়া সমন্বিত স্বাস্থ্যকেন্দ্র- মাদারীপুর, আশার সামাজিক কর্মসূচীর একটি সেবামুলক নন-প্রোফিটেবল কর্মসূচী।
আশা’র মাদারীপুর শাখার সিনিয়র ব্যবস্থাপক গনেস চন্দ্র দাসের সভাপতিত্বে ও রিজিওনাল ম্যানেজার মো. এমদাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা সমাজসেবার উপ-পরিচালক মো. আসাদুল ইসলাম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আশা চরমুগরীয়া সম্মিলিত স্বাস্থ্যকেন্দ্রর আবাসিক মেডিকেল অফিসার কাবিরা বানি, আশার সাপোর্ট ইঞ্জিনিয়ার সঞ্জয় বাসু, ব্রাঞ্চ ম্যানেজার মো. হুমায়ুন কবির প্রমুখ।
এছাড়া প্রতিদিন নাম মাত্র মূল্যে ব্যবস্থাপত্র প্রদান, বিভিন্ন প্রকার মেডিকেল টেস্ট, ফিজিওথেরাপি চিকিৎসা সেবা ও ১০% হ্রাস মূল্যে ওষুধ বিক্রি করা হয়। ইহা ছাড়া স্যাটালাইট প্যারামেডিক, ফিজিওথেরাপিস্ট, ল্যাব টেকনেশিয়ান ও পাঁচজন স্বাস্থ্য সেবিকার সহ ১৫জন অভিজ্ঞ কর্মী নিরালসভাবে কাজ করে যাচ্ছেন।
মাদারীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া মাহফিল
Leave a comment