রঞ্জন কুমার মল্লিক, মাদারীপুর : মাদারীপুরে হামলা চালিয়ে ৬টি বসতঘর ভাংচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোর রাতের দিকে সদর উপজেলার দুধখালী ইউনিয়নের এওজ গ্রামে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থরা হলেন, এওজ গ্রামের মজিবুল বেপারী, নাজমুল বেপারী, খোকন বেপারী, আহসান বেপারী, হালিম বেপারী, শফিউল বেপারী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একদল দুর্বৃত্ত এওজ গ্রামের মজিবুল বেপারীর বাড়িতে প্রথমে হামলা চালায়। পরে ঘরে প্রবেশ করে ভাংচুর ও লুটপাট করে দুর্বৃত্তরা। এরপর পাশের আরো ৫টি বসতঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগ করেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগীদের দাবি, দুর্বৃত্তরা হামলা চালিয়ে বসতঘর ভাংচুরের পাশাপাশি নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শণ করেছে পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের আশ^াস দিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন।
মজিবুল বেপারীর স্ত্রী ইয়াসমিন আক্তার বলেন, হঠাৎ একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। পরে ভয়ে ঘর থেকে বাচ্চা নিয়ে বাগানের ভেতর চলে যাই। ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
সৌদি প্রবাসী শফিউল বেপারীর স্ত্রী তাহমিনা আক্তার বলেন, অস্ত্র নিয়ে এভাবে ঘরের ভেতর প্রবেশ করে হামলা ও ভাংচুর করবে কেউ বুঝতে পারিনি। আমাদের বাড়িঘরে অধিকাংশ পুরুষশূর্ণ্য। এই সুযোগকে কাজে লাগিয়ে হামলা, ভাংচুর ও লুটপাট করে সন্ত্রাসীরা।
ভুক্তভোগী নাজমুল বেপারীর স্ত্রী মনিরা বেগম বলেন, ঘরে ঢুকে সবকিছু লুটপাট করে নিয়ে গেছে। এভাবে হামলা করবে বুঝতে পারিনি। ঘরে থাকার মত এখন কোন পরিবেশ নাই।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত