জন্মভূমি ডেস্ক : আধিপত্য বিস্তার নিয়ে ইউপি চেয়ারম্যান-মেম্বার দ্বন্দ্বে তিনজন হত্যার ঘটনায় মাদারীপুরের কালকিনি থানায় হত্যা মামলা করেছেন নিহত আতাউর রহমান আক্তার শিকদারের বাবা মতিউর রহমান।
সোমবার (৩০ ডিসেম্বর) সকালে করা এই মামলায় প্রধান আসামি করা হয়েছে কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনকে। এছাড়াও ৬৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৬০ জনকে। পুলিশ ও স্থানীয়রা জানান, গত ২৭ ডিসেম্বর ভোরে আধিপত্য বিস্তার আর স্থানীয় কোন্দলের জেরে মাদারীপুরের বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের মেম্বার আতাউর রহমান আক্তার শিকদার, তার ছেলে মারুফ শিকদার ও সহযোগী সিরাজ চৌকিদারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। নিহতের পরিবারের দাবি- দীর্ঘদিন ধরে বাঁশগাড়ী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও মেম্বার আক্তার শিকদারের সঙ্গে দ্বন্দ্বের কারণেই এই তিন জনেক হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহত আক্তার শিকদারের বাবা মতিউর রহমান বাদী হয়ে মোস্তাফিজুর রহমান সুমনসহ ৬৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেছেন। এছাড়াও এ মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ৬০ জনকে।
কালকিনি থানার ওসি নুরুল আমিন বলেন, তিন খুনের ঘটনায় নিহতের বাবা মতিউর রহমান বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। আসামিদের নাম আপাতত বলা যাচ্ছে না। কারণ এতে আসামিরা গা-ঢাকা দিতে পারে। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। তবে বাঁশগাড়ীর বর্তমান চেয়ারম্যান ও তার ভাইকে এই মামলায় আসামি করা হয়েছে। বাকিদের নাম বলা যাবে না।
মাদারীপুরে বাবা-ছেলেসহ ৩ হত্যা, ৬৫ জনের বিরুদ্ধে মামলা
Leave a comment