মাদারীপুর অফিস : মাদারীপুরে বাসের ধাক্কায় মাহেন্দ্র যাত্রী এক চা দোকানি নিহত হয়েছে। এসময় আরো ৪ জন মাহেন্দ্র যাত্রী আহত হয়েছেন। ঘটনাটি রোববার ভোরে মাদারীপুর শহরের ইটেরপুল এলাকায় ঘটেছে। নিহত শাহ আলম মাতুব্বর (৫০) মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি গ্রামের হোসেন মাতুব্বরের ছেলে। নিহত শাহ আলম মাদারীপুর আদালত চত্বরের একটি দোকানে চা বিক্রি করতেন। পুলিশ ও নিহতের পরিবারে সূত্রে জানা গেছে, শনিবার রাতে রাজৈর উপজেলার আমগ্রামের দরবারে আউলিয়া শাফিয়া শরীফ থেকে একটি অনুষ্ঠান শেষে একটি মাহেন্দ্র গাড়িতে করে মাদারীপুর শহরের ইটেরপুল এসে পৌছলে একটি দ্রুতগামী বাসের ধাক্বায় তিন চাকার মাহেন্দ্র গাড়ির ৫ জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হলে মাদারীপুর আদালত চত্বরের চা দোকানি শাহ আলম মাতুব্বর গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠালে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এই বিষয়ে মাদারীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন বলেন, লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত