
রঞ্জন কুমার মল্লিক, মাদারীপুর : মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে শিবচর।
বিক্ষুব্ধ সমর্থকরা বুধবার (৫ নভেম্বর) বেলা ১২ টায় শিবচর উপজেলা সদরের ৭১ সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন এবং শ্লোগানে শ্লোগানে এলাকা প্রকম্পিত করে তোলেন নেতাকর্মী ও সমর্থকরা।
বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীরা অবিলম্বে কামাল জামান মোল্লার মনোনয়ন পুনর্বহালের দাবি জানিয়েছেন। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে ঢাকা-খুলনা-বরিশাল মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির সংসদ সদস্য প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প্রতিবাদে সকাল থেকেই শিবচর উপজেলা পরিষদের সামনে বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলার ৭১ সড়কের মোড়ে জড়ো হতে শুরু করেন। বেলা বৃদ্ধির সাথে সাথে জনসমাগম বিশাল রূপ নেয়। বিক্ষুব্ধ নেতাকর্মীরা কামাল জামান মোল্লার মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভ সমাবেশে, ‘কামাল জামানের মনোনয়ন বাতিল মানি না’, অবিলম্বে মনোনয়ন পুনর্বহাল চাই, গণতন্ত্র মুক্তি পাক, কামাল মোল্লার মনোনয়ন সঠিক থাক’ – এমন বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
উপস্থিত নেতাকর্মীরা বলেন, কামাল জামান মোল্লা শিবচরের আপামর জনসাধারণের নেতা। তার মনোনয়ন বাতিল একতরফা এবং উদ্দেশ্য প্রণোদিত। তারা অভিযোগ করেন, সরকার বিরোধী দলকে নির্বাচনের মাঠ থেকে দূরে রাখতে এমন দমন মূলক পদক্ষেপ নিচ্ছে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শিচবচর উপজেলার বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে কামাল জামান মোল্লার মনোনয়ন পুনর্বহাল করা না হয়। তাহলে শিবচরের জনগণ বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে।
এসময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠেনর নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রয়োজনে ঢাকা-খুলনা-বরিশাল মহাসড়ক অবরোধ করে লাগাতার কর্মসূচি পালন করা হবে। তারা এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন খান. যুগ্ম আহবায়ক শাহজাহান মোল্লা, পৌর বিএনপির সদস্য সচিব আজমল হোসেন খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দরা।
আন্দোলনের বিষয়ে শিবচর উপজেলা বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন খান বলেন, মাদারীপুর-১ শিবচর উপজেলার সংসদীয় আসনে কামাল জামান মোল্লার মনোনয় খুব দ্রুত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঠিক করে পুর্নবহাল করে দেবেন বলে আমরা দাবী জানাচ্ছি। পাশাপাশি যারা আস্ফালন করে বেড়াচ্ছেন যে, নমিনেশন তাদের (সাজ্জাদ হোসেন সিদ্দকী) দিয়ে দিয়েছে? এত আস্ফালন কেন? তারেক রহমানের নির্দেশনা মানেন। তারেক রহমান কী বলেন বোঝার চেষ্টা করেন। দলের নির্দেশনা মেনে চলেন। আমরা তারেক রহমানের কাছে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি দাবী করছি, খুব দ্রুত সময়ের মধ্যে যেন কামাল জামান মোল্লার মনোনয়ন পুর্নবহাল করেন।
এই বিষয়ে কামাল জামান মোল্লা সাংবাদিকদের বলেন, ‘পুরো শিবচর উপজেলার জনগণ ও নেতাকর্মীরা আমার সঙ্গে আছে। আমি আশা করছি, দল আমার মনোনয়ন পুর্নবহাল করবে।’

