রঞ্জন কুমার মল্লিক, মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে মহাসড়কের পাশের ডোবা থেকে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের কুন্ডুবাড়ি নামক স্থানের ডোবা থেকে হান্নান কবিরাজ (৫০) নামের এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়। হান্নান কবিরাজ জেলার ডাসার উপজেলার দক্ষিন ধুয়াসার গ্রামের মৃত আজিজ কবিরাজের ছেলে।
কালকিনি থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানিয়েছেন, সকালে শ্রমিকরা কাজ করতে যাওয়ার সময় ডোবার মধ্যে লাশ ভাসতে দেখে কালকিনি থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ডোবা থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এসময় তার সাথে থাকা ভ্যানটিও ডোবা থেকে উদ্ধার করা হয়।
ওসি আরো জানিয়েছেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, রাতে ভ্যান চালানোর সময় সড়কে চলাচলকারী কোন দ্রুতগামী যানবাহনের ধাক্কায় ভ্যানসহ পানিতে পড়ে সে মারা যায় যেতে পারে। তবে তদন্ত শেষে প্রকৃত ঘটনা বলা যাবে বলে জানান ওসি হুমায়ুন কবীর।