মাদারীপুর অফিস : মাদারীপুরের রাজৈরের কাঠালিয়া ব্রীজের সংলগ্ন এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত ও আরোহি গুরুতর আহত হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের কাঠালিয়া ব্রীজ নামক স্থানে রাজৈর থানার মোড় থেকে ছেড়ে আসা মোটরসাইকেল কাঠালিয়া ব্রীজ এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা লাগে, মোটরসাইকেল চালক ও আরোহিরা মাথায় জখম হয়ে চালক ঘটনাস্থলে মারা যায় ও আরেক জন গুরুতর আহত অবস্থায় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসারা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।
নিহত হলেন রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের পূর্ব দ্বাড়াদিয়ার শাহ মুফতির ছেলে কাঠমিস্ত্রী বোরহান মুফতি (২২) ও গুরুতর আহত কাঠমিস্ত্রী রাব্বি মুফতি (২২) একই এলাকার মতিয়ার মুফতির ছেলে।
রাজৈর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদ খান ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত