রঞ্জন কুমার মল্লিক, মাদারীপুর : মাদারীপুরের খোয়াজপুরে অবৈধ বালু ব্যবসায় নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারের বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষের সময়ে মসজিদে ঢুকে দুই ভাইসহ ৩ জন নিহতের ঘটনায় ৪৯ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ৮০ জনকে আসামীকে মামলা দায়ের করা হয়েছে।
রোববার সকালে বাদী হয়ে মামলাটি দায়ের করেন নিহত দুই ভাই সাইফুল সরদার ও আতাউর সরদার অলিলের মা সুফিয়া বেগম বলে জানিয়েছেন মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকছেদুর রহমান। এই ঘটনায় ইতোমধ্যে অভিযান পরিচালনা করে পুলিশ ৩ জন আসামীকে গ্রেপ্তার করেছে। বাকী আসামীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
নিহত দুই ভাই হলেনÑমাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর গ্রামের আজিবর সরদারের ছেলে সাইফুল সরদার ও আতাউর সরদার (অলিল) এবং অপর নিহত হলেন মুজাম সরদারের ছেলে পলাশ সরদার (৩৫)। পলাশ সরদার সম্পর্কে সাইফুল সরদারের চাচাতো ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের আঁড়িয়াল খাঁ নদের অবৈধ বালু ব্যবসায় ও আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় মোহম্মদ শাহজাহান মোল্লার সাথে সাইফুল সরদারের বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে শনিবার বেলা ১২ টার দিকে শাহজাহান মোল্লা ও সাইফুল সরদারের লোকজনের মধ্যে সংঘর্ষে বাঁধে। এসময় সাইফুল সরদার ও তার ছোট ভাই আতাউর সরদার অলিল কে ধাওয়া করলে তারা একটি মসজিদে ঢুকলে সেখানে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপালে ঘটনাস্থলেই দুই ভাই নিহত হয়। এসময় আহত হয় আরো অন্তত ৮ জন। এদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসাধীন অবস্থায় পলাশ সরদার মারা যান। সংঘর্ষের সময়ে বেশ কয়েকটি ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করেছে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকছেদুর রহমান জানিয়েছেন, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে। এই ঘটনার মামলায় ইতোমধ্যে তিনজকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে দাফনের জন্য পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।