
যশোর অফিস : মানব পাচার সচেতনতা মাস উপলক্ষে মানবাধিকার সংগঠন রাইটস যশোরের উদ্যোগে আলোচনা সভা ১৩ জানুয়ারি সোমবার যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। ইউএসএইড ও উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় এফএসটিআইপি প্রকল্পের অধীনে এই সভার আয়োজন করা হয়। এতে অংশ নেন ইনস্টিটিউটের ৩৯ জন শিক্ষক।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক ও পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইন্সটেক্টর রফিকুল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন রাইটস যশোরের উপ-পরিচালক (কর্মসূচি) এসএম আজহারুল ইসলাম।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন পলিটেকনিক ইন্সটিটিউটের চিফ ইন্সটেক্টর জাহিদুল ইসলাম, ফারুক হোসেন, রোকসানা আক্তার, সিরাজুল ইসলাম, আব্দুল আলিম, সাহিদা খানম, কানিজ ফাতিমা, পবিত্র কুমার বিশ্বাস এবং বাবুল হোসেন।
সভায় বলা হয় মানুষ যতো আধুনিক হচ্ছে পাচারের পদ্ধতি ততো পরিবর্তন হচ্ছে। নতুন নতুন ফন্দি-ফিকির নিয়ে পাচারকারীরা মানুষের কাছে যাচ্ছে। সে কারণে মানুষকেও এসব বিষয়ে সঠিক তথ্য দিয়ে সতর্ক করা দরকার। মানুষ কতভাবে প্রতারিত হতে পাওে সেসব বিষয়ে জানাতে হবে। তা না হলে মানব পাচার প্রতিরোধে কাঙ্খিত সুফল পাওয়া যাবে না।
একইসাথে আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে পাচারকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে। পাচারকারীদের চিহ্নিত করে তাদেরকে সমাজের সামনে তুলে ধরতে হবে। এসব কাজে নিউজ মিডিয়ার পাশাপাশি সোস্যাল মিডিয়াকেও কাজে লাগানোর সুপারিশ করেন অংশগ্রহণকারীরা।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত