টিআরসি ১২তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান
জন্মভূমি রিপোর্ট : কেএমপি কমিশনার মোঃ মোজাম্মেল হক বলেছেন, পুলিশকে মানবিক মূল্যবোধ সমুন্নত রেখে দক্ষতা, পেশাদারিত্ব ও শৃঙ্খলার সাথে দায়িত্ব পালন করতে হবে। সকল লোভ লালসার ঊর্ধ্বে থেকে দেশপ্রেমর মহান ব্রত নিয়ে জনগণের আস্থার প্রতীক হিসেবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
তিনি রোববার সকাল সোয়া ৯টায় খানজাহান আলীর ৩য় এপিবিএন খুলনায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের টিআরসি ১২তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রধান অতিথিকে অভ্যর্থনা জানান ৩য় এপিবিএন খুলনার কমান্ড্যান্ট মাসুদ করিম।
প্রধান অতিথি বলেন, আপনাদেরকেই হতে হবে স্মার্ট বাংলাদেশের ‘স্মার্ট পুলিশ’। নিরপরাধ, বিপন্ন ও বিপদগ্রস্ত মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। পুলিশের কাছে আগত সেবা প্রত্যাশী নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সাথে মানবিক আচরণ করতে হবে। জঙ্গিবাদ এবং অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের সেবার মান দেশের গন্ডি পেরিয়ে আন্তজার্তিক পর্যায়ে ছড়িয়ে পড়েছে।
তিনিশহীদ সকল পুলিশ সদস্যসহ ত্রিশ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান মুক্তিযুদ্ধে সভ্রম হারানো দুই লক্ষ মা-বোনের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় জাহানাবাদ ক্যান্টনমেন্ট কর্ণেল সিদ্দিক, রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার কাজী মইন উদ্দীন, ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) রিয়াজ উদ্দিন আহম্মেদ, ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু, ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ কামরুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীসহ খুলনাস্থ বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, ৩য় এপিবিএন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দসহ ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের অভিভাবকগণ এবং প্রশিক্ষণ সমাপ্ত করা ট্রেইনি রিক্রুট কনস্টেবলবৃন্দ উপস্থিত ছিলেন।