
জন্মভূমি রিপোর্ট : মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, শামসুর রহমান মানি ছিলেন আওয়ামী লীগের দু:সময়ের কান্ডারী। তিনি বঙ্গবন্ধুর নির্দেশে খুলনার রাজনীতিতে সক্রিয় হন। তিনি এম এ বারি, বেলায়েত হোসেন বাচ্চু, এম এমদাদুল হকসহ নেতৃবৃন্দকে সাথে নিয়ে আওয়ামী লীগকে সুসংগঠিত করেছিলেন। তিনি জীবনের সবকিছু ত্যাগ করে রাজনীতি করেছেন। তবুও কখনও পিছপা হননি। তাদের ত্যাগ তীতিক্ষার ফলে খুলনার আওয়ামী লীগ আজ শক্তিশালী। তারা নিজেদের স্বার্থের দিকে তাকিয়ে রাজনীতি করেননি। শামসুর রহমান মানি সংগঠন ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন।
মঙ্গলবার বাদ যোহর দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন সহচর এবং বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সাবেক সদস্য শামসুর রহমান মানি মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
স্মরণ সভায় আরও বক্তৃতা করেন মহানগর সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান। মহানগর উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মফিদুল ইসলাম টুটুলের পরিচালনায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, এড. অলোকা নন্দা দাস, ফেরদৌস হোসেন লাবু, আব্দুল হাই পলাশ, বাবুল সরদার বাদল, খোরশেদ আহমেদ মনি, শেখ জাহিদুল হক, মো. জাকির হোসেন, মীর মো. লিটন, বীর মুক্তিযোদ্ধা মো. মোতালেব মিয়া, রনজিত কুমার ঘোষ, এড. এ কে এম শাহজাহান কচি, মো. সফিকুর রহমান পলাশ, অধ্যা. এ বি এম আদেল মুকুল, এস এম আসাদুজ্জামান রাসেল, মুন্সি নাহিদুজ্জামান, মো. মোক্তার হোসেন, আলী আকবর মাতুব্বর, আলমগীর সরদার, আফরোজা জেসমিন বিথী, ইয়াসির আরাফাত, তোতা মিয়া ব্যাপারী, মো. জিলহজ¦ হাওলাদার, মো. আমিরুল ইসলাম বাবু, জহির আব্বাস, মাহমুদুর রহমান রাজেস, রাহুল শাহরিয়ারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অপরদিকে, বাদ আছর নগরীর তারের পুকুর আল-হেরা জামে মসজিদে পরিবারের পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন মহানগর সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, বিসিবির পরিচালক ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বর শেখ সোহেল উদ্দিন, মহানগর সহ-সভাপতি কাজী এনায়েত হোসেন ও এড. রজব আলী সরদার, আবুল কালাম আজাদ কামাল, প্যানেল মেয়র আলী আকবর টিপু, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, ফেরদৌস হোসেন লাবু, মো. রফিক উদ্দিন রফিক, শেখ এশারুল হক, মোতালেব মিয়া, হায়দার আলী, মাহমুদুর রহমান রাজেস, উজ্জল মন্ডল, শান্ত, সালাহ উদ্দিন, মহিউদ্দিন, রাফি, জিপু, আসলামসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।