যশোর অফিস : যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেছেন, দেশের মানুষের সেবা করার শপথ নিয়েই কাজে নেমেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে সকলকে এগিয়ে আসতে হবে। দেশের উন্নয়নে কাজ করতে হবে।
বুধবার সকালে যশোরের বাঘারপাড়া উপজেলা বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকমন্ডলী ও সাংবাদিকবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় তিনি আরোও বলেন, অবহেলিত বাঘারপাড়ার এখন অনেক উন্নয়ন হয়েছে। যশোর থেকে ঢাকা প্রবেশ করতে গেলে বাঘারপাড়া হয়ে ৩ ঘণ্টায় ঢাকায় পৌঁছে যাওয়া যাচ্ছে। বাঘারপাড়ার উপর দিয়ে রেল লাইন যাচ্ছে। খুব শীঘ্রই এ উপজেলার মানুষ এর সুফল পেতে যাচ্ছে। তাই সকলে একত্রিত হয়ে দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তুষার কুমার পাল, সহকারী কমিশনার (ভূমি) তামান্না ফেরদৌসী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস, পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, এটিএম মাসুদ হোসেন, হুমায়ুন কবীর। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মঞ্জুর রশিদ স্বপন, বাবলু সাহা, আরিফুল ইসলাম তিব্বত, সবদুল হোসেন খান, রবিউল ইসলাম (রবি), জাকির হোসেন, আসাদুজ্জামান মিন্টু, আমিনুর সরদার প্রমুখ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত