শিমুল হোসেন
আকাশে বাতাসে মৃত্যু পৃথ্বী জুড়ে ভাসে
ফেরি করছে মরণ— দুয়ারে দুয়ারে
মৃত্যুর আনন্দে মেতে আত্মা দেখো হাসে
ভেসে গেছে বিশ্বভূমি মৃতের জোয়ারে।
দরোজা জানালা বন্ধ মৃত্যু নাড়ে কড়া
পালাবে কোথায় বলো, বের হতে হবে
খাবার মেলে না ঘরে পেটে খিদে চড়া
জীবন সায়াহ্নে এসে— গৃহবন্দী সবে।
অতিক্ষুদ্র করোনায় দুনিয়া অচল
মানুষ দুর্বল জাতি আবারো প্রমাণ
জানি না মিলবে কবে মুক্তি অবিচল
নাকি মৃত্যুর মিছিল— রবে বহমান।
এ বিশ্বসংসার জ্বলে পুড়ে হচ্ছে লয়
জীবন মৃত্যুর মাঝে— বক্ষে সদা ভয়।