
জন্মভূমি ডেস্ক : চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরী গত ৬ নভেম্বর মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকি দেন। হরতালবিরোধী মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এই হুমকি দেন। বক্তব্যটি তিনি নিজের ফেসবুক লাইভেও প্রচার করেন। এতে শুরু হয় আলোচনা-সমালোচনা। গতকাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গণমাধ্যমকে জানালেন, ওই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।
ইউএনবির এক প্রতিবেদনে বলা হয়েছে, শাহরিয়ার আলম বলেছেন, ‘বাংলাদেশ কূটনৈতিক বিষয়ে সব নিয়ম ও দায়িত্বকে সম্মান করে এবং অপর পক্ষের কাছ থেকেও অনুরূপ ব্যবহার আশা করে। বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনিয়ন আওয়ামী লীগনেতা মুজিবুল হক চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।’
এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছিল, তারা আশা করে, স্বাগতিক দেশের সরকার তাদের (মার্কিন যুক্তরাষ্ট্রের) কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা বজায় রাখার জন্য সব ধরনের উপযুক্ত ব্যবস্থা নেবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল ওই মন্তব্যের বিষয়ে বলেন, ‘আমাদের কূটনৈতিক কর্মীদের নিরাপত্তা ও কূটনৈতিক সুযোগ-সুবিধা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি, এই ধরনের হিংসাত্মক বক্তব্য খুবই অসৌজন্যমূলক।’